বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহর ও সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ২০ দলীয় জোটের অন্যতম শরিক ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান এডভোকেট মাওলানা আব্দুর রকিব ও মহাসচিব অধ্যাপক আব্দুল করিম। সোমবার এক যৌথ বিবৃতিতে তারা এই নিন্দা জানান।
গণমাধ্যমে দেওয়া দলটির শীর্ষ নেতাদের যৌথ বিবৃতিতে বলা হয়, আমরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার পাশাপাশি এই হামলায় টিভি চ্যানেলের গাড়িগুলো ক্ষতিগ্রস্ত এবং সাংবাদিকসহ অনেক নেতাকর্মীদের উপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।
তারা বলেন, এ ধরনের হামলা অপরাজনীতি, গণতান্ত্রিক আচরণবিরোধী এবং সুষ্ঠু নির্বাচনের বিরুদ্ধে এক ধরনের অশনিসংকেত। সরকারি দলের এ আচরণ কোনও অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনাটিকে আমলে নেওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তারা।
দলের মহাসচিব স্বাক্ষরিত ওই বিবৃতিতে আরও বলা হয়, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
আজকের বাজার : আরআর / এমএম / ৩০ অক্টোবর ২০১৭