রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে অভিযান চালাচ্ছে পুলিশ। ওই কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আজ ২০ মে শনিবার সকাল ৮টার দিকে এই অভিযান শুরু হয় বলে জানান বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার। ওই এলাকায় নিরাপত্তার জন্য কিছু পুলিশ মোতায়েন থাকলেও সকাল থেকে অতিরিক্ত পুলিশ দেখা যাচ্ছে।
আদালতের সার্চ ওয়ারেন্টেই এ অভিযান চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। কার্যালয়ের আশপাশে ১৫ থেকে ২০ জন পুলিশ সদস্য অবস্থান নিয়েছেন।
আজকের বাজার:এলকে/এলকে/ ২০ মে ২০১৭