খালেদা জিয়াকে চিকিৎসকদের পরামর্শ এবং জেল কোড অনুযায়ী চিকিৎসা দেয়া হবে বলে জানিয়েছেন, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিজ বাড়িতে মায়ের দোয়া মাহফিলের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।এ ব্যাপারে সরকার কোনো রকম হস্তক্ষেপ করবে না বলেও জানান সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী।
তিনি বলেন, অসুস্থতার ধরণ দেখে চিকিৎসক যে সিদ্ধান্ত নিবেন, ঠিক সেভাবেই চিকিৎসার ব্যবস্থা করা হবে। তাঁর সুচিকিৎসার জন্য মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় সবকিছু করা হবে।
তিনি আরও বলেন, খালেদা জিয়াকে আদালত সাজা দিয়েছে, এখানে নিঃশর্ত মুক্তি দেওয়ার সুযোগ নেই। খালেদা জিয়া জেলে বসে গৃহপরিচারিকা পেয়েছেন, ব্যক্তিগত চিকিৎসক পেয়েছেন, এটি বিরল সুযোগ।
আজকের বাজার/আরজেড