বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চোখে সফল অস্ত্রোপচার হয়েছে।
বৃহস্পতিবার ১০ আগস্ট বাংলাদেশ সময় ভোর ৩টার দিকে লন্ডনের মন্ডফিল্ড হাসপাতালে এ অস্ত্রোপচার হয়।
খালেদা জিয়ার প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবীর খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, বেগম জিয়ার একান্ত সচিব এ বি এম আবদুর সাত্তার অস্ত্রোপচারের খবরটি নিশ্চিত করেছেন। লন্ডনের মন্ডফিল্ড হাসপাতালে এ অস্ত্রোপচার সম্পন্ন হয়। এর আগেও এ হাসপাতালে বেগম জিয়ার চোখে একটি অস্ত্রোপচার হয়েছিল। এ বি এম আবদুর সাত্তার বেগম জিয়ার পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
প্রসঙ্গত, স্বাস্থ্য পরীক্ষার জন্য ১৫ জুলাই লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন খালেদা জিয়া। যুক্তরাজ্যে পৌঁছানোর পর হিথ্রো বিমানবন্দর থেকে তিনি প্রথমে হিলটন হোটেলে ওঠেন। সেখানে কয়েক ঘণ্টা অবস্থানের পর লন্ডনের কিংস্টনে ছেলে তারেক রহমানের বাসায় ওঠেন খালেদা জিয়া।
আজকের বাজার: আরআর/ ১০ আগস্ট ২০১৭