খালেদার জামিনই প্রমাণ করে বিচার বিভাগ স্বাধীন: কাদের

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার মুক্তির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, বিচার বিভাগ যে স্বাধীন তার প্রমাণ খালেদা জিয়ার জামিন।বিচার বিভাগের ওপর সরকারের কোন প্রভাব নেই।

বুধবার দুপুরে রাজধানীর মিরপুরের মনিপুর হাই স্কুলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এসব কথা বলেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বুধবার (১৬ মে) সকাল ৯টা ৫ মিনিটে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ খালেদা জিয়ার জামিন বহাল রাখেন।

আরজেড/