বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন চেয়ে আবেদন নাটক ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
মঙ্গলবার (৮ মে) জাতীয় প্রেসক্লাবে কবি গুরুর জম্মজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি আরো বলেন, 'বিএনপি নেত্রী বেগম জিয়া এসএসসিতে পরীক্ষায় সব বিষয়ে ফেল করেছিলেন, এমনকি বাংলাতেও। শুধু পাস করেছিলেন উর্দুতে। তাহলে যাদের উর্দু প্রীতি বেশি তারাই রবীন্দ্রনাথকে পছন্দ করেন না। অনেকেই রবীন্দ্রনাথকে পছন্দ করতে পারে না। তারাই দেশকে আলাদা করে ফেলেছে।'
আরজেড/