খালেদার জামিনের বিরুদ্ধে দুদকের আপিল

ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আবেদন করেছেন দুদক। আজ মঙ্গলবার সকালে এ আবেদন করা হয় দুদকের পক্ষ থেকে।

এর আগে গতকাল সোমবার খালেদা জিয়ার বয়স, শারিরিক অসুস্থতাসহ ৪টি দিক বিবেচনায় নিয়ে ৪ মাসের জামিন মঞ্জুর করেন আদালত।

একইসঙ্গে এ সময়ের মধ্যে খালাস চেয়ে বেগম জিয়ার আপিল শুনানির জন্য প্রস্তুত করার নির্দেশ দেন আদালত। পরে এ আদেশে অসন্তোষ প্রকাশ করে, জামিন ঠেকাতে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আপিল করার ঘোষণা দেন দুদক।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় এক মাসেরও বেশি সময় ধরে কারাগারে আছেন বেগম খালেদা জিয়া।

আজকেরবাজার/এস