খালেদার জামিনের বিরুদ্ধে দুদকের লিভ টু আপিল

ফাইল ছবি

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের কারাদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন দাখিল করা হয়।

এর আগে বুধবার খালেদার জামিন স্থগিত করে দুদক ও রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল দায়ের করতে বলেছিলেন আপিল বিভাগ। খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া ৪ মাসের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ ও দুদকের আবেদনের ওপর শুনানি শেষে রোববার পর্যন্ত জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ।

এর আগে গত বুধবার সকালে এ আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের ৪ বিচারপতির বেঞ্চ। সে সময় আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। খালেদার পক্ষে ছিলেন খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন।

শুরুতে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান শুনানি শুরু করেন। তিনি আদালতে বলেন, চার যুক্তিতে খালেদা জিয়াকে হাইকোর্ট জামিন দিয়েছিলেন। আমরা এখনো সেই জামিন আদেশের সত্যায়িত অনুলিপি পাইনি। গতকাল (মঙ্গলবার) অনুলিপি বের হতে হতে অফিস সময় শেষ হয়ে গেছে।

সে সময় আদালত বলেন, আগে লিভ টু আপিল (সিপি) দায়ের করেন। জবাবে খুরশীদ আলম খান বলেন, সেজন্যই তো জামিন আদেশ স্থগিত চেয়েছি। রোববার বা সোমবার পর্যন্ত। পরে রোববার পর্যন্ত হাইকোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিত করেন আদালত।

এসময় জয়নুল আবেদীন দাঁড়িয়ে বলেন, মাই লর্ড আমাদের একটু শুনেন, তারপর আদেশ দেন। এরপর জয়নুল আবেদীনসহ অন্যান্য আইনজীবীরা তাদের পক্ষে শুনানির জন্য বারবার আবেদন করতে থাকেন। আদালত তখন বলেন, রোববার।

এর আগে গত মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন।

আজকেরবাজার/এস