জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন আবেদন হাইকোর্টে খারিজ করে দেয়ার মাধ্যমে সরকারের ‘হিংসাশ্রয়ী’ নীতির প্রকাশ হয়েছে বলে বৃহস্পতিবার অভিযোগ করেছে তার দল। দলটি জামিন খারিজের প্রতিবাদে শনিবার রাজধানীসহ সারা দেশে বিক্ষোভের ঘোষণা দিয়েছে। কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ওইদিন দুপুর ২টায় সমাবেশ করা হবে। আদালতের আদেশের প্রতিবাদে নয়াপল্টন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার করা জামিন আবেদন খারিজ করে দেয়।
আদালত তার পর্যবেক্ষণে বলে, ‘খালেদা জিয়াকে বোর্ডের পক্ষে চিকিৎসা দেয়া সম্ভব। তিনি চাইলে মেডিকেল বোর্ড যেকোনো সময় চিকিৎসা শুরু করবে। প্রয়োজনে সাত সদস্যের বোর্ডের সংখ্যাও বাড়ানো যেতে পারে।’ এর আগে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষের দেয়া মেডিকেল প্রতিবেদন হাইকোর্ট বেঞ্চের সামনে উপস্থাপন করেন। আদালতের রায়ের প্রতিবাদ করে রিজভী বলেন, ‘হাইকোর্টে খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ হওয়ার মধ্য দিয়ে সরকারের হিংসাশ্রয়ী নীতির প্রকাশ ঘটলো। সরকার মুক্তিপণ আদায়কারীদের মতো অবৈধ ক্ষমতা ধরে রাখার মুক্তিপণ আদায়ের জন্য খালেদা জিয়ার আইনি অধিকার লঙ্ঘন করে তাকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে রেখেছে।’ তিনি অভিযোগ করেন যে তাদের চেয়ারপার্সনের জামিন আবেদন আদালত সরকারের ‘নির্দেশে’ খারিজ করে দিয়েছে। ‘আমি বিএনপি পক্ষে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’ বিএনপির এ নেতা অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিতে সরকারের কাছে দাবিও জানান। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান