জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিচারিক আদালতে সাজাপ্রাপ্ত হয়ে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন আদেশের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ।
আজ সোমবার আদেশের পর রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম নিজ কক্ষে সাংবাদিকদের এ কথা বলেন।
মাহবুবে আলম বলেন, রায়ের কপি পাওয়ার আগে আমরা জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল করব। এর আগে দুপুর আড়াইটায় বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়াকে ৪ মাসের জামিন আদেশ দেন।
জামিন আদেশের পর উচ্চ আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খালেদা জিয়ার আইনজীবী দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, খালেদা জিয়ার মুক্তির জন্য আমরা আবেদনের চেষ্টা করবো। আমাদের লোকজন সেটি করছে। আমরা যত তাড়াতাড়ি পারি বেগম জিয়ার মুক্তির প্রক্রিয়া সম্পন্ন করবো। আশা করি, আগামীকালের মধ্যেই সব প্রক্রিয়া শেষ হবে।
আজকেরবাজার/এস