খালেদার নেতৃত্বে আগামী নির্বাচনে অংশ নেবে বিএনপি: মওদুদ

প্রতিহিংসার রাজনীতি গ্রহণযোগ্য নির্বাচন শীর্ষক আলোচনা সভায় মওদুদ বলেন, আমরা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দলনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করে তার নেতৃত্বে আমরা আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করব।
শুক্রবার (২০ জুলাই) সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরামের আয়োজনে প্রতিহিংসার রাজনীতি গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইয়ুথ ফোরামের উপদেষ্টা কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।
বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক রাষ্ট্রপতি ব্যারিস্টার মওদুদ আহমেদ।
কোটা সংস্কার আন্দোলন নিয়ে মওদুদ বলেন প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বললেন কোটা পদ্ধতি থাকবে না তুলে দিলাম তোমরা ক্লাসে ফিরে যাও আজকে ২৭ জুন এসে আপনি বললেন কোটা পদ্ধতি বাতিল করা সম্ভব নয় ছাত্র সমাজের সাথে আপনি প্রতারণা করেছেন। এবং ওয়াজ এই ছাত্র সমাজ শিক্ষকদের ওপর ছাত্র সংগঠনের নেতাকর্মীরা দিবালোকে যেভাবে তাদের উপরে অত্যাচার নির্যাতন শুরু করেছে তার ধিক্কার জানাই।
বাংলাদেশ ব্যাংকের সোনার চুড়ি নিয়ে মওদুদ বালেন, দাতা সংস্থাগুলো বলছে বাংলাদেশ ব্যাংক থেকে সোনা চুরি হয়েছে।
আর সোনা চুরি এবং টাকা পাচারের মত ঘটনায় আপনারা আজ পর্যন্ত কাউকে গ্রেপ্তার কিংবা জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিতে পারেন নাই খুব দুঃখজনক। এসব থেকে বোঝা যায় এইসব চুরির অর্থপাচারের পিছনে আপনার মদদপুষ্টদের হাত আছে।
অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা: এজেডএম জাহিদ হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জাতীয়বাদী কৃষক দলের যুগ্ম-সম্পাদক শাহজাহান মিয়া সম্রাট, আহ্সান হাবীব লিংকন, আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, সাঈদ আহমেদ আসলাম, অধ্যাপক ডাক্তার ফেরদৌস আহমেদ চৌধুরী, কাজী মনিরুজ্জামান মনিরসহ বিভিন্ন নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।
আজকের বাজার/এমএইচ