দুর্নীতির অভিযোগে দায়ের করা দুটি মামলায় সাজা হওয়ায় ফেনী-১ আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বেগম খালেদা জিয়ার দাখিল করা মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।
ফেনী জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান রবিবার সকালে ওই আসনে খালেদা জিয়া ছাড়াও আরও তিনজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে বিএনপির আরেক প্রার্থী নূর আহমাদও রয়েছেন এই তালিকায়।
গত ২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে দোষী সাব্যস্ত করে সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
এছাড়া চলতি বছরের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ৫ বছরের সাজা ঘোষণার দিন থেকে কারাগারে আটক রয়েছেন খালেদা জিয়া। পরে এই মামলায় রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট সাজার মেয়াদ ৫ বছর থেকে বাড়িয়ে ১০ বছর ঘোষণা করেন। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ