খালেদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা মেরে আটজনকে পুড়িয়ে হত্যার মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

৯ অক্টোবর সোমবার ৭৮ আসামির বিরুদ্ধে পুলিশের দেয়া অভিযোগপত্র গ্রহণ করে কুমিল্লার জেলা ও দায়রা জজ জেসমিনা আরা ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোস্তাফিজুর রহমান লিটন এই তথ্য নিশ্চিত করেছেন।

২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ২০ দলীয় জোটের ডাকা অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রোল বোমা ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এতে আট যাত্রী দগ্ধ হয়ে মারা যান। আহত হন ২০ জন।

এ ঘটনায় চৌদ্দগ্রামের সাবেক সংসদ সদস্য এবং জামায়াত নেতা ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে প্রধান আসামি করে ৭৬ জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়। মামলায় ৫৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করা হয়। মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ছয় নেতাকে হুকুমের আসামি করা হয়।

আজ খালেদা জিয়াসহ ৭৮ জনের বিরুদ্ধে কুমিল্লা আদালতে তদন্তকারী কর্মকর্তা চৌদ্দগ্রাম থানার এসআই মোহাম্মদ ইব্রাহিম অভিযোগপত্র দাখিল করেন। আদালত অভিযোগপত্র গ্রহণ করে খালেদা জিয়াসহ ৪৬জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আজকের বাজার:এলকে/এলকে ৯ অক্টোবর ২০১৭