কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় বিএনপির ডাকা হরতাল-অবরোধের সময় পেট্রোল বোমায় যাত্রীবাহী বাসের ৮ ঘুমন্ত যাত্রী নিহতের ঘটনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আবারো গ্রেফতারি পরোয়না জারি করেছে কুমিল্লার আদালত।
মঙ্গলবার ০২ জানুয়ারি দুপুরে জেলা ও দায়রা জজ আদালত এ আদেশ দেন।
একই সঙ্গে খালেদা জিয়া ছাড়া ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সালাউদ্দিন আহমেদ ও মামলার প্রধান আসামি জামায়াতের সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরসহ ৭৮ জনের বিরুদ্ধে দেয়া চার্জশিট গ্রহণ করেছেন আদালত।
এর আগেও এই মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়না জারি করেছিলেন এই আদালত।
আজকের বাজার: আরআর/ ০২ জানুয়ারি ২০১৮