বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিতে অন্যান্য মামলা গুলো আর বাধা হবে না বলে মন্তব্য করেছেন খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ।
বুধবার (১৬ মে) আপিল বিভাগের রায়ের পর তিনি এ কথা জানান।
আজ খালেদা জিয়ার জামিন বাতিলে রাষ্ট্রপক্ষ ও দুদকের করা আপিল খারিজ করে দিয়ে প্রধান বিচারপতির নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ জামিন বহাল রাখেন।
এ রায়ের পর খালেদা জিয়ার মুক্তিতে বাধা আছে কিনা- এমন প্রশ্নে মওদুদ বলেন, কিছুটা বাধা আছে। কুমিল্লা, নড়াইল ও ঢাকায় যে মামলাগুলো আছে, সেগুলোতে জামিন নিতে হবে। এখন আমরা দ্রুত চেষ্টা করবো আইনি প্রক্রিয়া সম্পন্ন করার।
তিনি শিগগিরই আমাদের মধ্যে মুক্ত হয়ে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেন মওদুদ।
আরজেড/