‘খালেদার মুক্তির মানে নির্বাচন বানচালের চক্রান্ত’

খালেদার মুক্তির প্রশ্ন তুলে  নির্বাচনটাকে বানচাল করার একটা গভীর চক্রান্ত চালাচ্ছে বিএনপি। বিএনপির মুখে গণতন্ত্র, কিন্তু তাদের আঁচলে, পকেটে রাজাকার এবং জামায়াত জঙ্গি সন্ত্রাসী থাকে বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

তিনি বলেন, কার্যত বিএনপি গণতন্ত্রের জন্য বিশ্বাসযোগ্য কোনো রাজনৈতিক দলই নয়।

শনিবার সকালে কুষ্টিয়ার স্থানীয় এনজিও অডিটোরিয়ামে একটি অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকারে তিনি এসব কথা বলেন।

বিএপিকে বাদ দিয়ে সরকার নির্বাচনে গেলে ফলাফল ভালো হবে না বিএনপি নেতাদের এমন মন্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি বার বার প্রমাণ করেছে তারা রাজাকার ও জঙ্গির আস্তানা।’

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিব হাসান, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, যুগ্ম সম্পাদক জিল্লুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে সকাল সাড়ে ১০টায় তথ্যমন্ত্রী মিরপুর উপজেলার হালসা কলেজে ২০১৮ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

এমআর/