কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর শ্যামলীর প্রধান সড়কে ঝটিকা মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।
মঙ্গলবার (২০ আগস্ট) সকাল সোয়া ৮টার দিকে বিএনপি-যুবদল ও ছাত্রদলের অর্ধশত নেতাকর্মী এ মিছিলে অংশ নেয়।
বিষয়টি নিশ্চিত করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী জানান, তার নেতৃত্বেই দলীয় চেয়ারপারসনের মুক্তির দাবিতে এই মিছিল করা হয়েছে।
মিছিলে স্থানীয় বিএনপি-যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আজকের বাাজর/এমএইচ