আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি সম্পূর্ণই আইনি বিষয়।
তিনি বলেন, ‘খালেদা জিয়া দুর্নীতিসহ কিছু মামলায় জেলে আছেন। তার মুক্তি সম্পূর্ণ আইনি এবং আদালতের বিষয়। আইনি পথ ছাড়া মুক্তির কোনো সুযোগ নেই।’
বৃহস্পতিবার সচিবলায়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া রাজনৈতিক কোনো বন্দী না যে তাকে আন্দোলন করে মুক্ত করতে হবে। শেখ মুজিবুর রহমানকে রাজনৈতিকভাবে বন্দী করা হয়েছিল। সেটি ছিল রাজনৈতিক বন্দী।’
আরেক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘উইকিলিকসের নথিতে ২১ আগস্ট গ্রেনেড হামলায় খালেদা জিয়া ও তারেক রহমানের নাম এসেছে। এ কথা আমরা আগেই বলেছিলাম তারেক গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড। আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতেই এই গ্রেনেড হামলা হয়েছিল। আমার প্রশ্ন জাগে, এখন বিএনপি কি বলবে?’
বুধবার বিএনপির সংসদ সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাদের অসুস্থ চেয়ারপার্সন খালেদা জিয়াকে দেখে আসার জন্য এবং জামিনে মুক্তি দেয়ার পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন।
জিএম সিরাজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) খালেদা জিয়ার সাথে তার দলের আরও তিন সংসদ সদস্যের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এই আহ্বান জানান।
দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দী রয়েছেন। গত ১ এপ্রিল থেকে তিনি বিএসএমএমইউতে চিকিৎসাধীন রয়েছেন।
আজকের বাজার/এমএইচ