স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আইন ও বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় কী হবে, এটা আদালতের এখতিয়ার। বিচারকের এখতিয়ার। আর আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকেই বিশৃঙ্খলা করতে দেবে না। রায়ের পর দেশ ও দেশের মানুষ ভালো থাকবে। এটা নিশ্চিত।
তিনি আরো বলেন, ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়ের দিন যদি কোনও প্রকার বিশৃঙ্খলা ও নাশকতা করা হয়, সেটা দেশের মানুষ কোনভাবেই মেনে নেবে না।
মঙ্গলবার সন্ধ্যায় তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বিজি প্রেস এসঅ্যান্ডআর ক্লাব মাঠে বিজি প্রেস কর্মচারী ইউনিয়ন আয়োজিত পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির নির্দোষ মানুষকে গ্রেফতার করা হচ্ছে এমন দাবি প্রসঙ্গে তিনি বলেন, আমাদের পুলিশ অত্যন্ত পেশাদারিত্বের পরিচয় দিয়েছে। অস্ত্র ভাঙছে, প্রিজন ভ্যান ভাঙছে। এটা কি হয় নাকি? দেশে তো আইন বলতে কিছু আছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রক্ষাকারী বাহিনী যা যা প্রয়োজন, তা সবই করবেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা প্রস্তুত আছে। কাউকে কোনও ধরনের বিশৃঙ্খলা করতে দেয়া হবে না।
আজকের বাজার: সালি / ০৬ ফেব্রুয়ারি ২০১৮