ঢাকা সফরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর, রাতেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।
বিএনপির জ্যেষ্ঠ নেতারা জানান, ২২ অক্টোবর রোববার রাত ৮টার দিকে রাজধানীর হোটেল সোনাগাঁওয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হবে। খালেদা জিয়ার নেতৃত্বে তাদের সাত সদস্যের একটি প্রতিনিধি দল ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যাবে।
দুদিনের সফরে হোটেল সোনাগাঁওয়ে উঠবেন সুষমা স্বরাজ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাও সুষমা স্বরাজের ওই সূচি নিশ্চিত করেছেন।
সাত সদস্যের প্রতিনিধি দলে থাকবেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ।
রোববার বেলা ২টায় ভারতীয় বিমান বাহিনীর বিশেষ বিমানে সুষমা স্বরাজ ঢাকা পৌঁছাবেন। সফরকালে তিনি দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু পর্যালোচনা করবেন। পররাষ্ট্রমন্ত্রী এ. এইচ. মাহমুদ আলি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সুষমা স্বরাজকে স্বাগত জানাবেন। সফরে সুষমা স্বরাজ ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এদিন বিকাল সাড়ে চারটায় দুদেশের প্রতিনিধি দলের মধ্যে ইন্ডিয়া জয়েন্ট কনসালটেটিভ কমিশন জেসিসি) বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ.এইচ. মাহমুদ আলি এই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সন্ধ্যায় ছয়টায় ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ করার কথা রয়েছে। উভয় বৈঠকেই বিপুল রোহিঙ্গা জনস্রোতের বিষয়টি গুরুত্বের সঙ্গে স্থান পাবে বলে ধারণা করা হচ্ছে। রোহিঙ্গা ইস্যুটি বাংলাদেশে মানবিক সংকটের সৃষ্টি করেছে।
দু’দিনের সফর শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সোমবার বিকেলে ঢাকা ত্যাগ করবেন।
আজকের বাজার:এলকে/এলকে ২২ অক্টোবর ২০১৭