খালেদার সম্পদ প্রমাণ না হলে পদত্যাগ করতে হবে

সৌদি আরবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অঢেল সম্পদ থাকার কথা প্রমাণ করতে না পারলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে বলে জানিয়েছেন বিএনপি নেতা মওদুদ আহমদ।

সাবেক প্রধানমন্ত্রী আতাউর রহমান খানের ২৬তম মৃত্যুবাষির্কী উপলক্ষে রোববার ১০ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জিয়া পরিবারের বিরুদ্ধে আনা অর্থপাচারের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা দাবি করে বিএনবি’র এই নেতা বলেন, আমাদের মহাসচিব বলেই দিয়েছেন এটা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন। আমি তাদেরকে বলব এই অভিযোগ প্রমাণ করতে না পারলে আপনাদের পদত্যাগ করতে হবে। ২০১৪ সালের ৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচন করে ক্ষমতায় বসার পর আর তারা সরতে চায় না। তারা ক্ষমতায় এসে জনগণের ওপর এতো পরিমাণ নির্যাতন করেছে, তারা জানে ক্ষতায় ছাড়ার পরে তাদের ভাগ্যে কী আছে। সে জন্য তারা আর ক্ষমতা ছাড়তে চায় না।

মওদুদ বলেন, ৫ জানুয়ারী নির্বাচনের সময় তারা বলেছিল সংবিধানের মর্যাদা রাখতে এই নির্বাচন করা হচ্ছে। কিন্তু এখন সংবিধানের দোহাই দিচ্ছে, নিরপেক্ষ তত্ত্ববোধায়ক সরকারের অধীনে নির্বাচন করা যাবে না। আসলে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন করার জন্য বর্তমান সংবিধান কোন বাধা নয়।

একটি বিদেশি গণমাধ্যমের সংবাদ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়াচ্ছে যাতে বলা হয়েছে করা হয়েছে খালেদা ও তার পরিবার সৌতি আরবম কাতারসহ ১২টি দেশে ১২ বিলিয়ন ডলার সম্পদের মালিক। বাংলাদেশি মুদ্রায় এই এক লাখ কোটি টাকার সম্পদ এ দেশ থেকে পাচার করেই করা হয়েছে।

গত বৃহস্পতিবার গণভবনে সংবাদ সম্মেলনেও বিষয়টি নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে বলেছেন, এই ‘অসত্য’ অভিযোগ তোলায় প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে। নইলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।

আজকের বাজার: আরআর/ এলকে ১০ ডিসেম্বর ২০১৬