‘খালেদা জিয়াকে ছাড়া নির্বাচন হবে না’

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ছাড়া জাতীয় সংসদ নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাজধানীর প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ কথা বলেন তিনি।

দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারাদেশে এ মানববন্ধন করে বিএনপির নেতাকর্মীরা।  এ সময় দলটির মহাসচিব বলেন, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দলের চেয়াপার্সনকে মুক্ত করে আনবে বিএনপি।

আদালতের আদেশের পরও খালেদাকে ডিভিশনে স্থানান্তর করা হয়নি বলেও অভিযোগ করেন তিনি।  খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামীকাল সারাদেশে অবস্থান কর্মসূচি ও বুধবার অনশন কর্মসূচি দিয়েছে দলটি।

আজকের বাজার : আরএম/১২ ফেব্রুয়ারি ২০১৮