বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেয়া বা না দেয়া সম্পূর্ণ আদালতের বিষয় বলে জানিয়েছেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর এতে আওয়ামীলীগের কোন হাত নেই বলেও জানান তিনি।
মঙ্গলবার দুপুরে রাজধানীতে বিআরটিসির অভিযানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন,।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ চায় না বিএনপি ভেঙ্গে যাক। আমরা চাই বিএনপি নির্বাচন আসুক। তবে খালেদা জিয়ার কারাবাস কতদিনের হবে তা নির্ভর করবে আদালতের ওপর। এব্যাপারে সরকার কোন ধরনের হস্তক্ষেপ করবে না।
বিএনপির দল ভাঙার জন্য তারেক রহমানই যথেষ্ট উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, যারা আন্দোলনের ডাক দিয়ে ঘরে বসে থাকে, জনগণ তাদের আন্দোলনে কখনই সমর্থন দেবে না।
আজকের বাজার : আরএম/১৩ ফেব্রুয়ারি ২০১৮