খালেদা জিয়ার অসুস্থতার সংবাদে উদ্বিগ্ন বিএনপি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর জানিয়েছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য উদ্বিগ্ন রয়েছেন দলের নেতাকর্মীরা।

শুক্রবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, খালেদা জিয়ার সঙ্গে যে আচরণ করা হচ্ছে তা কোন সভ্য দেশে হয় না। এসময় তিনি বিএনপি চেয়ারপারসনকে মুক্তি দিয়ে তার সুচিকিৎসার দাবি জানান।

তিনি বলেন, সুনির্দিষ্ট কোন সংবাদই পায়নি, তার অসুস্থতা কি, কারা তাকে পরীক্ষা করছে। কিভাবে তার চিকিৎসার ব্যবস্থা করছে।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রয়েছেন তিনি।

আরএম/