জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজার রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার করা আপিল নিষ্পত্তির সময় বাড়িয়েছেন আপিল বিভাগ। আগামী ৩১ অক্টোবরের মধ্যে হাইকোর্টে এ মামলার আপিল নিষ্পত্তি করতে হবে।
মঙ্গলবার (৩০ জুলাই) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন। দুদকের পক্ষে খুরশিদ আলম খান এবং রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ছিলেন।
এর আগে এ মামলায় জিয়ার করা আপিল ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ। এর মেয়াদ আজ শেষ হলো।
২৬ জুলাই আপিল নিষ্পত্তির জন্য সময় বাড়াতে খালেদা জিয়ার আইনজীবীরা আবেদন করেছিলেন। এর ওপর সোমবার শুনানি নিয়ে আদালত আজ আদেশের জন্য দিন রেখেছিলেন।
জিয়া অরফানেজ ট্রাস্টের নামে বিদেশ থেকে আসা দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা এ মামলার রায়ে গত ৮ ফেব্রুয়ারি বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার পঞ্চম বিশেষ ড. জজ আখতারুজ্জামান। এ মামলার রায়ের পর থেকে খালেদা জিয়া পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের সাবেক ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।
জিয়া অরফানেজ ট্রাস্টের এ মামলায় খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানসহ অপর পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছরের জেল ও জরিমানার আদেশ দেন আদালত।
মামলার আসামিদের মধ্যে তারেক রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী আর জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান পলাতক রয়েছেন। এছাড়া খালেদা জিয়া আরও দুই আসামি মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ কারাবন্দি রয়েছেন।
আজকের বাজার/এমএইচ