অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিনে কারামুক্তি আদালতের বিষয়। এ জন্য রাষ্ট্রপক্ষের আইনজীবীদের অহেতুক দোষারোপ করে লাভ নেই।
রোববার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের বিরোধিতার কারণে খালেদা জিয়ার জামিন হচ্ছে না- বিএনপির আইনজীবীদের এমন অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মাহবুবে আলম বলেন, দুটি মামলায় তার (খালেদা জিয়া) ১৭ বছর কারাদণ্ড হয়েছে। এখন আমরা আদালতে গিয়ে তো বলতে পারি না যে, তাকে জামিন দিয়ে দেন। তার আইনজীবীরা মামলা মেকআউট করতে পারলে, আদালত জামিন দেবেন কি দেবেন না সেটি একান্তই আদালতের বিষয়। এ নিয়ে অহেতুক সরকারের আইন কর্মকর্তাদের দোষারোপ করে তো লাভ নেই।
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা আরো বলেন, ১৭ বছর কারাদণ্ড হয়েছে। এখন দুই বছর কারাভোগের পরই তাকে ছেড়ে দিতে হবে, আইনে কোথায় একথা লেখা আছে? আর মামলা কীভাবে মেকআউট করবে এটি তার আইনজীবীদের বিষয়।
আজকের বাজার/এমএইচ