বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ।
আজ ২০ মে শনিবার সকাল ৮টার দিকে খালেদা জিয়ার কার্যালয়ে প্রবেশ করে পুলিশ । সকাল সাড়ে ৯টা পর্যন্ত তল্লাশি চালায় তারা। খালেদা জিয়ার প্রেস উইং এর সদস্য শাইরুল কবির খান ও শামসুদ্দিন দিদার এ তথ্য জানান।
তারা জানান, সকাল ৭ টার পর থেকেই বেগম জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশের উপস্থিতি বাড়তে থাকে। ৮টার কিছু পরে গুলশান কার্যালয়ের ভেতরে পুলিশ প্রবেশ করে।
কার্যালয়ে উপস্থিত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ বলেন, ‘খালেদা জিয়াকে অসম্মান করতেই গুলশান কার্যালয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ। পুলিশ আমাদের জানিয়েছে, তারা কিছুই পায়নি। তাদের প্রাপ্তি শূন্য। অজ্ঞাতনামা এক ব্যক্তি জিডির প্রেক্ষিতেই এ তল্লাশি চালিয়েছে পুলিশ। কিন্তু পুলিশ ওই অজ্ঞাতনামা ব্যক্তির নাম প্রকাশ করছে না। আমরা সংবাদ সম্মেলন করে এ ঘটনার প্রতিবাদ জানাবো।’
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক জানান, আদালতের নির্দেশনার প্রেক্ষিতেই এই তল্লাশি চালানো হয়েছে। তবে ভেতরে তেমন কিছুই পাওয়া যায়নি।
আজকের বাজার:এলকে/এলকে/ ২০ মে ২০১৭