মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক একটি সংস্থার জরিপের তথ্য তুলে ধরে প্রধানমন্ত্রীর তথ্য, যোগাযোগ ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, বাংলাদেশের মানুষের কাছে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশি জনপ্রিয়।
গত শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে জয় তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।
যেখানে গবেষণা প্রতিবেদনটির সম্পর্কিত খবরের একটি লিংক শেয়ার করেছেন জয়।
জয় তার ফেসবুকে লিখেছেন, যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) পরিচালিত একাধিক এফজিডি জরিপ অনুযায়ী, বাংলাদেশের মানুষের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগের জনপ্রিয়তা খালেদা জিয়া ও বিএনপি থেকে পরিষ্কারভাবে বেশি।
এস/