খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে কালই আপিল

খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে আগামী কালই আপিল করা হবে জানিয়েছে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

সোমবার দুপুরে হাইকোর্টের আদেশের পরপরই তার কার্যালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল এ কথা বলেন।

তিনি বলেন, খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করেছেন। তার এই জামিন একেবারেই যুক্তিযুক্ত নয়। এটা একটি গুরুত্বপূর্ণ মামলা। আমরা এ জামিন আদেশের বিরোধিতা করেছি।

জামিন অাদেশের বিরুদ্ধে অাপিলের কাজ শুরু হয়েছে। অাগামীকালই (১৩ মার্চ) চেম্বার কোর্টে অাপিল দায়ের করা হবে বলে জানান রাষ্ট্রের প্রধান এই অাইন কর্মকর্তা।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ‘আমরা আমাদের আপিলের কাজ শুরু করে দিয়েছি। জামিন স্থগিত চেয়ে আগামীকাল সকালে আমরা চেম্বার আদালতে আবেদন করব।

অপর এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমরা যে জামিন স্থগিত চেয়ে আবেদন করব সেটি জেল কর্তৃপক্ষকে অবহিত করব এবং আপিল আবেদন করার সঙ্গে সঙ্গে জেল কর্তৃপক্ষকে জানানো হবে।’

তিনি বলেন, ‘ইয়াতিমদের যে অর্থ আত্মসাৎ হয়ে গেছে সেই মামলায় বেগম খালেদা জিয়াসহ আরও কয়েকজনকে আসামি করে মামলা হয়েছিল সেই মামলায় নিম্ন আদালতে অন্যান্যদের ১০ বছর এবং খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড হয়েছে। তার বিরুদ্ধে তিনি যে আপিল করেছে তার সঙ্গে তিনি একটি জামিনেরও দরখাস্ত করেছিলেন।’

জামিনের দরখাস্তের উপর আগেই শুনানি হয়েছে। আজকে রেকর্ড আসার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বিভাগ রেকর্ড পর‌্যালোচনা করে তাকে চার মাসের জামিন দিয়েছেন। চার মাসের মধ্যে এ মামলার পেপারবুক তৈরি করতে অফিসকে নির্দেশ দিয়েছেন এবং আদালত বলেছেন, পেপারবুক হয়ে গেলে যেকোনো পক্ষ এটা আদালতে উপস্থাপন করতে পারবেন। তার জামিনের বিরোধিতা করে আমরা রাষ্ট্রপক্ষ থেকে এবং দুর্নীতি দমন কমিশন থেকে বক্তব্য রেখেছি।

আরএম/