কুমিল্লা ও নড়াইলের মামলা

খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি পেছাল

epa03142027 Khaleda Zia, the country's former prime minister and leader of the main opposition Bangladesh Nationalist Party (BNP), waves to supporters during a BNP rally at Paltan in Dhaka, Bangladesh, 12 March 2012. Thousands of people supported the Bangladesh's main opposition party call for a general strike for 29 March to press demands for impartial oversight of elections set for 2014. EPA/ABIR ABDULLAH

কুমিল্লায় নাশকতা ও নড়াইলে মানহানি মামলায় খালেদা জিয়ার জামিন শুনানি আগামীকাল ধার্য করেছেন আদালত।

শুনানির জন্য রাষ্ট্রপক্ষ সময় চাইলে বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি জেবিএম হাসানের ডিভিশন বেঞ্চ আজ সোমবার (২১ মে) এ দিন ধার্য করেন।

এ সময় খালেদা জিয়ার পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, কায়সার কামাল, রাগীব রউফ চৌধুরী, এম আমিনুল ইসলাম, মীর হেলাল প্রমুখ উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটনি জেনারেল ড. মো. বশিরউল্লাহ উপস্থিত ছিলেন।

আরজেড/