কুমিল্লায় নাশকতার মামলায় খালেদা জিয়ার জামিন শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট।
রোববার (১০ জুন) বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
গত মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জামিন আবেদনটি দাখিল করেছিলেন খালেদা জিয়ার আইনজীবী মাসুদ রানা। আবেদন হাইকোর্টের কার্যতালিকার তিন নম্বরে রাখা হয়েছিল। এ বিষয়ে আজ শুনানি হওয়ার কথা ছিল।
২০-দলীয় জোটের অবরোধ চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে বাসে দুষ্কৃতকারীদের ছোড়া পেট্রলবোমার ঘটনায় ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি পুলিশ বাদী হয়ে এ মামলা করে।
আরজেড/