জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন আবেদন বৃহস্পতিবার খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
জামিন আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় বিচারকের আপিল বেঞ্চ এই আদেশ দেন।
আদালত ঘোষণা করেন, ‘খালেদার জিয়ার জামিন আবেদনটি খারিজ করা হলো।’
এর আগে সকাল সোয়া ১০টায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আপিল বেঞ্চে শুনানি শুরু হয়।
গত ৫ ডিসেম্বর খালেদা জিয়ার শারীরিক অবস্থার মেডিকেল প্রতিবেদন না আসায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তার জামিন আবেদনের শুনানি ১২ ডিসেম্বর পর্যন্ত পেছায় শীর্ষ আদালত। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রতিবেদনটি জমাদানের জন্য সময় আবেদন করলে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।