জিয়া অরফানেজ ট্রাষ্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের শুনানি শেষ।শুনানির রায় বুধবার (১৬ মে) নির্দারণ করেছেন আদালত।
মঙ্গলবার (১৫ মে) খালেদা জিয়ার জামিন প্রশ্নে আপিলের শুনানি শেষে এ আদেশ দেন আদালত।
জানা গেছে, আগামী বুধবার (১৬মে) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করবেন।
মামলাটি রায়ের জন্য কার্যতালিকায় তিন নম্বরে রাখা হয়েছে। এর আগে গত বুধবার বেগম জিয়ার জামিন বিষয়ে দুদক ও রাষ্ট্রপক্ষের আপিল শুনানি শেষ হয়।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন বেগম জিয়া এবং ১২ মার্চ ৪ মাসের জামিন পান তিনি।
হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে দুদক ও রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে গত ১৯ মার্চ বেগম জিয়ার জামিন স্থগিত হয়ে যায়।
আরজেড/