কুমিল্লার দুইটি নাশকতা ও নড়াইলে মানহানি মামলায় খালেদা জিয়ার জামিন শুনানির রায় আগামীকাল।
রোববার (২৭ মে) হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে এ দিন নির্ধারণ করেন।
আজ সকালে খালেদা জিয়ার আইনজীবীরা শুনানি করতে গেলে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যার্টনি জেনারেল সময় আবেদন করেন। সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত বেলা ২টার পর ফের শুনানির সময় ঠিক করেন। দুপুরে শুনানি শেষে আদালত আদেশের দিন নির্ধারণ করেন।
জিয়ার পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানিতে অংশ নেন।
গত ২২ ও ২৩ মে জামিন আবেদনের ওপর শুনানি হয়। ২০ মে কুমিল্লা ও নড়াইলের তিন মামলায় জামিন চেয়ে খালেদা জিয়ার আইনজীবীরা আবেদন করেন।
আরজেড/