খালেদা জিয়ার জামিন শুনানির আদেশ আজ

epa03142027 Khaleda Zia, the country's former prime minister and leader of the main opposition Bangladesh Nationalist Party (BNP), waves to supporters during a BNP rally at Paltan in Dhaka, Bangladesh, 12 March 2012. Thousands of people supported the Bangladesh's main opposition party call for a general strike for 29 March to press demands for impartial oversight of elections set for 2014. EPA/ABIR ABDULLAH

কুমিল্লায় নাশকতার দুই মামলা ও নড়াইলে মানহানি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন শুনানির রায় আজ।

সোমবার (২৮ মে) বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেবেন।

গত ২২ ও ২৩ মে জামিন আবেদনের ওপর শুনানি হয়। ২০ মে কুমিল্লা ও নড়াইলের তিন মামলায় জামিন চেয়ে খালেদা জিয়ার আইনজীবীরা আবেদন করেন।

এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম জিয়া উচ্চ আদালত থেকে জামিন পেলেও নাশকতাসহ ৬ মামলায় গ্রেফতার দেখানোয় মুক্তি আটকে আছে। এ সব মামলায় জামিন পেলেই তিনি মুক্তি পাবেন বলে আশা প্রকাশ করেছেন তার আইনজীবীরা।

আরজেড/