খালেদা জিয়ার বিরুদ্ধে করা মানহানির দুই মামলার শুনানির আদেশ আগামী ৫ জুলাই নির্ধারণ করেছেন আদালত।
বৃহস্পতিবার(২১ জুন) পুরান ঢাকার বকশীবাজারের অস্থায়ী আদালতে পৃথক দুই মহানগর হাকিমের আদালত এ দিন নির্ধারণ করেন।
খালেদা জিয়ার জামিন শুনানির সময় এ জে মোহাম্মদ আলী, সানাউল্লাহ মিয়া, জয়নুল আবেদিন, মাসুদ আহমেদ তালুকদার, হান্নান ভূইয়াসহ একাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।
এর আগে গত ১৪ জুন খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া জামিনের আবেদন করেন ঢাকার মহানগর হাকিম খোরশেদ আলমের আদালতে। পরে জামিন শুনানির জন্য আজকের দিনটি নির্ধারণ করেছিলেন আদালত।
গত ৮ ফেব্রুয়ারি দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক ড. আখতারুজ্জামান। এই মামলায় অন্য আসামি খালেদার বড় ছেলে তারেক রহমানকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে খালেদা জিয়া উচ্চ আদালতে জামিন পেলেও আরো মামলায় গ্রেপ্তার থাকায় কারাবন্দি রয়েছেন।