বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কুমিল্লার দুই মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিতের বিষয়ে আপিল বিভাগের শুনানি শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৩১ মে) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগে শুনানি শুরু হয়। শুনানি শুরু করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
শুনানিতে খালেদার পক্ষে উপস্থিত রয়েছেন খন্দকার মাহবুব হোসেন, মওদুদ আহমদ, এজে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন।
মঙ্গলবার (২৯ মে) রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী খালেদার জামিন স্থগিতাদেশ দেয়। পরে দতিনি মামলাটি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন।
সোমবার (২৮ মে) এই দুই মামলায় ৬ মাসের জামিন দেয় বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্ট বেঞ্চ। তবে একই বেঞ্চ নড়াইলের মানহানির একটি মামলায় তার আবেদন খারিজ করেন।
পরে ওই দিন দুপুরেই হাইকোর্টের দেওয়া ছয় মাসের জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আপিল করে রাষ্ট্রপক্ষ।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া বর্তমানে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
রাসেল/