‘খালেদা জিয়ার জামিন স্থগিত করা সরকারের হুকুমেরই বাস্তবায়ন’

ফাইল ছবি

খালেদা জিয়ার জামিন স্থগিত করা সরকারের হুকুমেরই বাস্তবায়ন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (৩ জুলাই) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিং এ তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘সরকার নিম্ন আদালতকে সম্পূর্ণ কব্জায় নিয়ে এখন সর্বোচ্চ আদালতকেও হাতের মুঠোয় নিয়েছে কিনা সেটা নিয়েও জনগণ সন্দিহান প্রকাশ করছে। হাইকোর্ট জামিন দিলে সেই জামিন স্থগিত হয়, এরকম আগে ঘটেনি।’

আরজেড/