খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপির সমাবেশ চলছে

চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, সুচিকিৎসাসহ আটক সব নেতাকর্মীর মুক্তি দাবিতে রাজধানীতে সমাবেশ করছে বিএনপি।

শুক্রবার (২০ জুলাই) বিকাল ৩টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শুরু হয় এই সমাবেশ। এতে দলের সিনিয়র নেতারা উপস্থিত আছেন।

এর আগে সমাবেশ উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন নয়াপল্টনে।

গত ১৫ জুলাই সংবাদ সম্মেলনে সমাবেশের কর্মসূচির ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত ৮ ফেব্রুয়ারি থেকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের সাজা নিয়ে কারাগারে আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

আরএম/