বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মিথ্যা মামলার রূপকার সাবেক সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা জমির উদ্দিন সরকার। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পুরান ঢাকার আলিয়া মাদ্রাসার মাঠে স্থাপিত বিশেষ জজ আদালতে তিনি এ কথা বলেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা ঢাকার বিশেষ জজ-৫-এর বিচারক আখতারুজ্জামানের আদালতে বিচারাধীন।
বুধবার ১০ জানুয়ারি অষ্টম দিনের শুরুতে খালেদা জিয়ার পে যুক্তিতর্ক তুলে করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী। জালিয়াতির মাধ্যমে নথি তৈরির অভিযোগ এনে তদন্ত কর্মকর্তাসহ ৬ সাীর শাস্তি চেয়ে লিখিত আবেদন করে তিনি যুক্তিতর্ক শুনানি শেষ করেন। এরপর যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক হিসাবরণ কর্মকর্তা বারেক ভূঁইয়ার জবানবন্দি আদালতে পড়ে শোনানোর পর জমির উদ্দিন বলেন, সাী বারেক বলেছেন, তাকে ডেকে এনে তথ্য লেখান সৈয়দ জগলুল পাশা। যিনি সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকীর ব্যক্তিগত সচিব।
খালেদার যুক্তিতর্কের শুনানির সময় বারবার তিনি সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদের প্রসঙ্গ তোলেন। আদালতকে তিনি বলেন, মাইনাস টু থিওরির অংশ হিসেবে খালেদার বিরুদ্ধে মিথ্যা মামলা করে দুদক। অনেক কর্মকর্তাকে পেছনে ফেলে মইন উ আহমেদকে বিএনপির সরকারই সেনাপ্রধান করেছিল বলেও আদালতকে জানান তিনি।
মামলার তদন্ত কর্মকর্তা হারুন অর রশীদসহ ৩২ জন সাীর জবানবন্দির গুরুত্বপূর্ণ অংশ পড়ে শোনান জমির উদ্দিন। খালেদা জিয়াকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে সাবেক স্পিকার জমির উদ্দিন বলেন, কোনো সাীই বলেননি খালেদা জিয়া কোনো ব্যাংক হিসাব খুলেছেন। টাকা হস্তান্তরের কোনো কাগজপত্রে খালেদার সই নেই। জিয়া অরফানেজ ট্রাস্টের সঙ্গে কোনোভাবে খালেদা জিয়া জড়িত নন।
বৃহস্পতিবার খালেদার পে যুক্তিতর্ক তুলে ধরবেন জমির উদ্দিন সরকার। এর আগে দুদকের পে মোশাররফ হোসেন কাজল খালেদা জিয়াসহ অপর আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করে যুক্তিতর্ক শেষ করেন।
আজকের বাজার: ওএফ/ ১০ জানুয়ারি ২০১৮