খালেদা জিয়া মুক্তি ও চিকিৎসার দাবিতে আগামী ৭ জুলাই প্রতিবাদ সমাবেশ করবে বলে জানিয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (৫ জুলাই) নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানানা।
রিজভী বলেন, ‘আজকের প্রতিবাদ সমাবেশটি আগামী ৭ জুলাই শনিবার বেলা ২টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে প্রতিবাদ সমাবেশে যোগ দেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে।’
রিজভী আরও বলেন, ‘একই দাবিতে আগামী ৯ জুলাই সোমবার ঢাকাসহ সারাদেশে প্রতীকী অনশন কর্মসূচি পালিত হবে। এর জন্য দলের পক্ষ থেকে ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স এবং ঢাকা মহানগর নাট্যমঞ্চে অনুমতির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। ঢাকার যেই স্থানে অনুমতি পাওয়া যাবে সেখানে প্রতীকী অনশন কর্মসূচি সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে।’
তিনি বলেন, ‘আজও দুই মামলায় খালেদা জিয়াকে জামিন দেওয়া হয়নি। শেখ হাসিনার নির্দেশে সাজানো মিথ্যা মামলায় বিএনপি চেয়ারপারসনকে আদালতের মাধ্যমে সাজা দিয়ে কারাগারে বন্দি রাখার পর এখন তার সব জামিনযোগ্য মামলায় বাধা দিচ্ছে সরকার।’
রিজভী অভিযোগ করে বলেন, ‘অশুভ পরিকল্পনা বাস্তবায়নে সর্বোচ্চ আদালতকে সরাসরি ব্যবহার করছে বলেই জনগণ বিশ্বাস করে। এজন্য খালেদা জিয়ার মামলা নিয়ে আরও নতুন নতুন গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে সরকার। একের পর এক তার জামিনযোগ্য মামলায় জামিন না দেওয়া সরকারের মনোবাসনা পূরণেরই বহিঃপ্রকাশ।
আরজেড/