বিএনপির কারাবন্দী চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর আবেদন করেছে তার পরিবারের সদস্যরা। নাম প্রকাশ না করার শর্তে বিএনপি প্রধানের পরিবারের সদস্যদের ঘনিষ্ঠ এক বিএনপি নেতা ইউএনবিকে জানান, খালেদার ছোট ভাই শামীম ইস্কান্দার সম্প্রতি আবেদনটি জমা দিয়েছেন। তিনি বলেছেন, আবেদনে বিএনপি প্রধানের পরিবারের সদস্যরা বিদেশে তার (খালেদা) উন্নত চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করার জন্য পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
বিএনপির এই নেতা আরও বলেন, শনিবার পরিবারের পাঁচ সদস্য খালেদার সাথে প্যারোলে তার মুক্তির জন্য সম্মতি দিতে সাক্ষাত করেছেন, তবে তিনি এখনও তা করতে রাজি নন। আবেদনের বিষয়ে জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পরিবারের সদস্যরা তা করতে পারেন, তবে এ বিষয়ে তার কোনো ধারণা নেই। গাজীপুর জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের সাথে তাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের তিনি বলেন, ‘আবেদনে কী লেখা হয়েছে, তাও আমি জানি না।’
সরকার যদি আশ্বাস দেয় তবে তারা খালেদার প্যারোলে মুক্তির কোনো আবেদন করবেন কি না এমন প্রশ্নের জবাবে বিএনপি নেতা বলেন, এটি সম্পূর্ণ খালেদা এবং তার পরিবারের বিষয়। ‘আমাদের দল থেকে এ বিষয়ে আমাদের কিছু বলার নেই।’ উল্লেখ্য, দুর্নীতির দুই মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি প্রধান খালেদা জিয়া গত বছরের ১ এপ্রিল থেকে বিএসএমএমইউতে চিকিৎসা নিচ্ছেন। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান