জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের পর ১০ দিন পার হলেও রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পায়নি খালেদা জিয়ার আইনজীবীরা। ফলে তারা জামিনের জন্য আপিল করার সুযোগ পা্ছেনা।
রায়ের কপি হাতে এলেই হাইকোর্ট বিভাগে আপিল করবেন বিএনপির চেয়ারপারসন। ওই আপিলে জামিনের আবেদন করা হবে।
জামিন মঞ্জুর করা হলে ওই আদেশ ঢাকার পঞ্চম বিশেষ জজ ডক্টর আখতারুজ্জামানের আদালতে পাঠানো হবে। এর পরে আদালতে আবার জামিননামা দাখিলের অনুমতি চাইবেন আইনজীবীরা।
বিচারক ওই জামিননামা দেয়ার অনুমতি দিলে খালেদা জিয়ার পক্ষে মুচলেকা দিতে হবে। তখন একটি রিলিজ আদেশ কারাগারে পাঠানো হবে। ওই রিলিজ আদেশ পাওয়ার পর কারা কর্তৃপক্ষ খালেদা জিয়াকে মুক্তি দেবেন, যদি অন্য মামলায় তিনি গ্রেপ্তার না হন।
আরএম/