খালেদা জিয়ার রায়: সুপ্রিমকোর্ট এলাকায় নিরাপত্তা জোরদার

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন শুনানিকে কেন্দ্র করে সুপ্রিমকোর্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে সুপ্রিমকোর্টের প্রবেশ পথগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। বসানো হয়ে মেটাল ডিটেক্টর। আইনজীবী, সাংবাদিক ও সংশ্লিষ্টদের পরিচয়পত্র প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে।

পুলিশের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার আজিজুল হক বলেন, বেগম খালেদা জিয়ার জামিন শুনানিকে কেন্দ্র করে যেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ দিকে খালেদা জিয়ার জামিন আবেদন শুনানি আজ আপিল বিভাগের কার্যতালিকার সাত নম্বর ক্রমিকে রয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগে এ বিষয়ে শুনানি হবে।

২৮ নভেম্বর বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্য বিষয়ক মেডিকেল বোর্ডের রিপোর্ট আজ ৫ ডিসেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ দেন আপিল বিভাগ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিক্যাল বোর্ডকে এ প্রতিবেদন দাখিল করতে বলা হয়। তথ্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান