বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কারাগারে দেখা করেছেন তাঁর পরিবারের পাঁচ সদস্য।
সোমবার (১৪ মে) বিকাল ৪টা থেকে পাঁচটা পর্যন্ত প্রায় একঘণ্টা কারাগারের ভেতরে অবস্থান শেষে তারা বের হয়ে আসেন। বিএনপি ও কারাগার সূত্রে একথা জানা যায়।
বিএনপিসূত্র জানায়, বিকাল ৪টার দিকে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাগারে যান তার বোন সেলিমা ইসলাম, ভাতিজা অভিক ইস্কান্দারসহ পরিবারের ৫ সদস্য। তবে সূত্রটি বাকি তিন সদস্যের নাম পরিচয় জানাতে পারেনি।
প্রসঙ্গে, গত ১২ মে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অভিযোগ করেছেন, ‘কারাবন্দি খালেদা জিয়ার সঙ্গে পরিবারের সদস্যদের দেখা করতে দেওয়া হচ্ছে না। কারা-কর্তৃপক্ষ থেকে নিরাপত্তাজনিত কারণে তাদের দেখা করতে দেওয়া হচ্ছে না বলে জানানো হয়েছে। তার শারীরিক অবস্থার কোনও খবর পাচ্ছি না। এ নিয়ে আমরা উদ্বিগ্ন।’
তার এই অভিযোগের পর সোমবার স্বজনরা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেলেন।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ডের আদেশ দেন বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান। এরপর থেকেই খালেদা জিয়া নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। ৫৯ দিন কারাবন্দি থাকার পর গত ৮ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। ওই দিন সকাল ১১ টা ২০ মিনিট থেকে দুপুর ১ টা ৪০ মিনিট পর্যন্ত তার স্বাস্থ্যপরীক্ষার পর তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
আজকের বাজার/ এমএইচ