দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের রায়, দেশের দুর্নীতিবাজ রাজনীতিকদের জন্য সতর্কবার্তা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ২য় মেঘনা-গোমতি সেতুর নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। এসময় বিএনপির গঠনতন্ত্র থেকে ৭ ধারা বাদ দেয়ায় দলটির সমালোচনা করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
সেতুমন্ত্রী বলেন, '৮ ফেব্রুয়ারিতে দশ বছর পর খালেদা জিয়ার এই মামলা হয়েছে। আমরা মনে করি, এই রায় বাংলাদেশের দুর্নীতিপ্রবণ রাজনীতিবিদের জন্য সতর্ক বার্তা।'
তিনি আরও বলেন, 'বিএনপি তাদের গঠনতন্ত্র থেকে ৭ ধারা রাতের আধারে রায়ের আগে তুলে দিয়ে তারা প্রমাণ করেছে। তারা আত্মস্বীকৃতি দুর্নীতিবাজ দল।'
আজকের বাজার : আরএম/১০ ফেব্রুয়ারি ২০১৮