কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতি পাননি দলটির নেতারা।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের একটি দল কারাগারের সামনে যান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করতে।
প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও মির্জা আব্বাস।
বিএনপি নেতারা কারাগার এসে আধা ঘণ্টা অনুসন্ধান কক্ষে অবস্থান করেন। সেখান থেকে বের হয়ে মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘দুই-একদিন পরে দেখা করতে দেওয়া হবে।’
আজ কেন দেখা করতে দেওয়া হয়নি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘সেটা আমরা জানি না।’
গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করেন বিশেষ আদালতের বিচারক ডা. মো. আখতারুজ্জামান।রায় ঘোষণার পর থেকেই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরোনো কারাগারে আছেন।
আজকের বাজার/আরজেড