খালেদা জিয়ার ২ মাস

ফাইল ছবি

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কারাবাসের ২ মাস পূর্ণ হলো আজ রোববার। খালেদা জিয়ার আইনজীবীদের প্রত্যাশা, সব আইনী প্রক্রিয়া শেষে আগামি মাসেই মুক্তি পাবেন খালেদা জিয়া। যদিও দুদক আইনজীবী বলছেন, বেগম জিয়ার জামিন ঠেকাতে সর্বোচ্চ আইনী লড়াই করবেন তারা।

গত ৮ই ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ৫ বছরের কারাদণ্ড হয়। এরপর থেকেই কারাগারে আছেন খালেদা জিয়া।

এ মামলায় বেগম জিয়াকে হাইকোর্ট ৪ মাসের জামিন দিলেও ,আপিল বিভাগের নির্দেশে জামিন স্থগিত হয়ে যায় ১৯শে মার্চ। অন্যদিকে দুদকের আবেদনের প্রেক্ষিতে বেগম জিয়ার সাজা কেন বাড়ানো হবে জানতে চেয়ে রুলও জারি হয়েছে।

বেগম জিয়ার আইনজীবীদের প্রত্যাশা, গ্রেফতারি পরোয়ানা থাকা অন্য মামলাগুলোর জামিন নেয়া’সহ সব আইনি প্রক্রিয়া শেষে আগামি মাসে কারামুক্ত হবেন খালেদা জিয়া।

এ বিষয়ে খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, আদালত যা কিছু করুক না কেন ৮ মে সর্বশেষ শুনানির পরে আদালত অবশ্যই খালেদা জিয়ার যে জামিন রয়েছে সেই জামিন বহাল রাখবেন। তিনি যাতে আর রাজনৈতিক হয়রানীর শিকার না হন সেই দিকে আদালত লক্ষ্য রাখবেন। এখন ওই মামলা গুলো আমরা জামিন করার জন্যে প্রস্তুতি নিচ্ছি।

অন্যদিকে দুদক আইনজীবী বলছেন, বেগম জিয়ার জামিনের বিরুদ্ধে আপিল বিভাগেও আইনি লড়াই করবেন তারা। অ্যাডভোকেট খুরশীদ আলম বলেন, একটা মামলা নয় দশ বছর চলার পরে সাজা হয়েছে। এত অল্প সময়ের মধ্যে একজন আসামি জামিন পাবে এইটা দুর্নীতি দমন কমিশন ভালোভাবে নেয় না। এই জন্যে দুর্নীতি দমন কমিশন আপিল করেছে।

আগামি ৮ই মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বেগম জিয়ার জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ দুদকের আপিল শুনানির দিন ধার্য রয়েছে।

এস/