জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারের মধ্য দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান তাদের কৃতকর্মের ফল ভোগ করছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বেতার ভবনে বিশ্ব বেতার দিবসের আলোচনা সভায় তিনি একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘এই মামলা এবং এই বিচারের মধ্য দিয়ে খালেদা জিয়া ও তারেক রহমান তাদের উপযুক্ত শাস্তি ভোগ করছেন। এর থেকে নিস্তার পেতে হলে শান্তিপূর্ণভাবে আইনি লড়াই চালান কিন্তু মামলাকে নিয়ে রাজনৈতিক পক্ষ-বিপক্ষ করার চেষ্টা করবেন না। এটার ফল ভালো হবে না।’
তিনি আরো বলেন, ‘এই রায়ের মধ্য দিয়ে বাংলাদেশ আইনের শাসনের মধ্যে দিয়ে আরো একধাপ এগিয়ে গেলো।’
আজকের বাজার : আরএম/১৩ ফেব্রুয়ারি ২০১৮