জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, খালেদা জিয়া জেলের মধ্যে চিকিৎসা পাচ্ছেন, কাজের মেয়ে পাচ্ছেন। আমিও ৬ বছর জেলে ছিলাম। কিন্তু সেখানে চিকিৎসকের মুখ পর্যন্ত দেখতে দেওয়া হয়নি।
তিনি বলেন, খলেদা জিয়া তো চেয়েছিলেন আমি কারাগারেই মারা যাই। কিন্তু মহান আল্লাহ তায়ালা আমাকে বাঁচিয়ে রেখেছেন।
শুক্রবার (২২ জুন) দুপুরে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আসন্ন সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে এরশাদ বলেন, নির্বাচনে আওয়ামী লীগের অবস্থান ভালো। আশা করি তারা জয়ী হবে। কমিশন বারবার বলছে নির্বাচন সুষ্ঠু হবে। নির্বাচন না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না। আশা করছি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে।
জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমদ বাবলু ও মেজর (অব) খালেদ আখতারসহ স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
রাসেল/